News Trending

আমি জানলা দিয়ে দেখলাম

ad+1



আঘাত খাওয়া পাখীর মত মেয়েটা মূর্ছা যাচ্ছিল রাস্তায়
আমি জানলা দিয়ে দেখলাম,
কাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম লাল রঙ এর;
যা ছিল বিশুদ্ধ সবুজ গন্ধে পূর্ণ।


দুধ ঢালা বিছানায় আবার স্নান সেরে ঘুম,
এবার স্বপ্ন হলুদ রং এর;
বাইরে ছাই রঙা রাতের চলমান নিস্তব্ধতা,
জেগে আছি- আমি জানলা দিয়ে দেখলাম।


আবার মেয়েটি রাস্তায় পড়ে,
বিড়ালটা পাঁচিলে হাত চাটছে সুস্বাদু - খাবার।
আমার আর বিড়ালটার প্রতীক্ষা একসঙ্গে,
আমি জানলা দিয়ে দেখলাম।

0 comments: