News Trending

ব্লগ e কারণ

ad+1


এই ব্লগ লেখা শুরু করার আগে আমি না করে হলেও খান ২০ ব্লগ নেড়ে-ঘেঁটে দেখেছি। সবাই প্রায় সব্বাই শুরু করেছেন বেশ সুন্দর করে সাজিয়ে একটা সম্পাদকীয় দিয়ে - আমিও সেই সূত্র মেনে লেখার অনেক চেষ্টা করলাম। পাতার পর পাতা লিখে ফেললাম। পেনের পিছন চিবিয়ে ঝাঁজরা করলাম-ফলাফল একটি হস্তি-ডিম্ব। জাস্ট হল না আমার দ্বারা। না তা বলে এ ব্লগ কোন আদ্যোপান্ত আঁতেলের আঁতলামোর ফসল নয়। এ ব্লগ কোন মফস্বল রমণীর ধীরে ধীরে বড় হয়ে ওঠার লেজুড় ও নয়। তা হলে ই- দুনিয়ায় কে এই নব তম বুড়বক! পাবলো নেরুদা কি সত্যি নেরা ছিলেন প্রশ্নটা যে ফচকে হাঁসি দিয়ে করতে পারে অথবা পূর্বরাগ এ ‘ রাধার কি হইল অন্তরে ব্যথা’র ব্যাখ্যা বিশ্লেষণে কাহোনা প্যায়ার হ্যায় এর বর্ণনা মূলক উক্তি তুলে দিতে জার একটুও বুকে বাধে না এ হল সেই গোল্লায় জাওয়া প্রাণীটির এক অপোগণ্ড ফসল। রোককে তা বলে এখানে মটেই খালি খালি রকবাজি বা ভোজপুরি সংকীর্তন থাকবে তা নয়- আলপিন থেকে আলমারি, খড়খড়ি থেকে ফড়ফড়ি, রাঁধুনি টিপস থেকে খচাখচ ছবি সবই থাকবে। মানে একটা হেব্বি ঝক্কাস টাইপ ব্লগ বানাতে যে যে উপকরণ লাগে তার জন্য জান লরিয়ে দেব কথা দিচ্ছি। আর এ সব দেখে ব্লগ দেবতা যদি পটে যান তাহলে তো কেল্লাফতে। অতএব উইথ আউট এনি ইনট্রো ব্লগ লেখার সূচনা ঘটল...............

0 comments: