News Trending

অন্য দিন

ad+1

অন্য একটা দিন আসে ঠিক অন্য দিনের মত

ক্রমাগত রূপ বদলায় যুদ্ধ জেতার ক্ষত।

জীবিত কারাগারে আনাগোনা অবিরত

তবু ,অন্য একটা দিন আসে ঠিক অন্য দিনের মত।



তুফান তোলে বুক পকেটে ভুলে যাওয়া স্মৃতি

কাজল কালো নয়ন জুড়ে মেঘের উপস্থিতি;

আঙ্গুল জুড়ে খেলা করে শীতল নদীর জল

গলির পথে বাঁক নিয়েছে নতুন পথের দল।



নগর জোরা ভিড়ের মাঝে মুক্ত ডানা পাখী

রাতের মাঝে হারিয়ে যাবো অবুঝ হবি নাকি?

বেশ তো ছিলাম ধোঁয়ায় মাখা জীবন খানি নিয়ে

বাঁচার কেন সাধ জাগালি ভোরের হাওয়া দিয়ে!

0 comments: