বিশেষ্য কে বিশ্লেষণ এর তাগিদে
ক্রিয়াপদে রত হই-
কখনো দুই পাশে হাত রেখে
......কখনো বা দেওয়ালে ঠেসে।
কর্মকারক,করণকারক আর ক্রিয়াপদ-
ক মাস? ছ-মাস; ন-মাস সব ফাঁস।
মানব বোমা যায় ফেটে
নাড়ি-ভুঁড়ি যায় ঘেঁটে,
অন্বেষণ এর তাবিজ
বার করি অনেক খেটে।
বাঘ বন্দীর খেলা যেমন
একটু একটু করে ছোটে।
কিঞ্চিৎ দূরে ঘোটে চলে
বিশেষ্যকে বিশ্লেষণের ক্রিয়াপদ।
0 comments: