News Trending

সাক্ষী

ad+1

কোনও আস্তানা খুঁজি দস্তানা মোরা জীবন সমরে

রাস্তা না পেয়ে খর-কুটো আঁকড়ে ধরি

বস্তা পচা দেহে

আস্তিনে লুকনো সাপ

সজোরে ছোবল মারে পাঁজরে|

কিছু সস্তা ইয়ার্কি করি

বাঁচার তরে

দুঃখের লাশ পায় কিছুটা উচ্চতা

অহংবোধের মোড়কে|



বিচ্ছিন্ন আবেগের ক্লান্ত পদক্ষেপ

পথের কুকুরের সাথে আরও নিবিড় আক্ষেপ;

অস্থির অস্পষ্ট সমাজ

আমার বুকে দয়ার তুফান|



একমাত্র রাত্রি জাগরণ

অজান্তে নিজেকে আলিঙ্গন

গোপন অভিযান স্বকীয়তায়|

পরিচ্ছন্ন দেহে

পবিত্র আমির বাসস্থান জ্যোতির্বলয়ে

মায়াবী হাঁসি দিয়ে পতনকে ঢাকি

অবিরাম অন্তহীন|



শুধু কেবলমাত্র আমি

আমার অবনমন এর সাক্ষী ;

আমি আমার পয়গম্বর |

0 comments: