আমি থাকি না থাকি বাধা পরবে কিছু গান কবির গলায়,
আমি থাকি না থাকি শান্ত সমুদ্র অশান্ত হবে গধুলি বেলায়-
আমি থাকি না থাকি দোয়েল কোয়েল ফিঙ্গে আর ময়না
ছোট শিশু মায়ের হাত ধরে করবে বায়না-
আমি থাকি না থাকি শিশির বিন্দু ঘাসের পাসে
স্বচ্ছতা পাবে পারিজাত মাখা অবলা নিঃশ্বাসে।
আমি থাকি না থাকি শান্ত সমুদ্র অশান্ত হবে গধুলি বেলায়-
আমি থাকি না থাকি দোয়েল কোয়েল ফিঙ্গে আর ময়না
ছোট শিশু মায়ের হাত ধরে করবে বায়না-
আমি থাকি না থাকি শিশির বিন্দু ঘাসের পাসে
স্বচ্ছতা পাবে পারিজাত মাখা অবলা নিঃশ্বাসে।
0 comments: